Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও স্বংস্কৃতি

ফেনীসদরউপজেলার দক্ষিণ মধ্যম দিকে মনোরম পরিবেশে ধলিয়া ইউনিয়নের অবস্থান।ইতিহসি ঐতিহ্যের দিক থেকে এ অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সেধারা এখনো অভ্যাহত রয়েছে। ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান, পীর-ফকিরের প্রভাবএবং পূর্ব পুরুষের বীরত্ব গাঁথা এই ইউনিয়নের মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনেপ্রভূত ভূমিকা রেখেছে । ফেনীর দক্ষিণ মধ্য অঞ্চলে অবস্থিত এ ইউনিয়নেরউত্তরে ফেনী পৌরসভা, পূর্বে ফাজিলপুর পশিচমেপাঁচগাছিয়া ইউনিয়ন অবস্থিত । ফেনীর কথ্য ভাষায় মহাপ্রাণ ধ্বনিসমূহ উচ্চারণেরক্ষেত্রে বায়ুপ্রবাহের চাপ কম থাকায় মহাপ্রাণ ধ্বনিসমূহ অল্পপ্রাণ ধ্বনিরমত উচ্চারিত হয় আবার অল্পপ্রাণ ধ্বনিসমূহ উচ্চারণের ক্ষেত্রে বায়ুপ্রবাহেরচাপ বেশি থাকায় অল্পপ্রাণ ধ্বনিসমূহ মহাপ্রাণ ধ্বনির মত উচ্চারিত হয় । বর্ণ উচ্চারণে সহজতর বর্ণ ব্যবহার করা হয় অধিক হারে এবং প্রয়োজনে বর্ণকেভেঙে কাছাকছি অবস্থান উচ্চারণ অবস্থান বেছে নেওয়া হয় অর্থাৎ ভাষা সহজীকরণেরপ্রবণতা সুস্পষ্ট। এর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের যে কোনঅঞ্চলের মানুষ এ অঞ্চলের আঞ্চলিক ভাষাকে সহজভাবে বুঝতে পারে এ অঞ্চলেরমানুষগুলো ধর্মভীরু-সহজ-সরল-আতিথ্যপ্রবণ। সাম্প্রদায়িক সম্প্রীতি এ অঞ্চলেরমানুষের মজ্জাগত। আঞ্চলিক সংস্কৃতিতে মুখে মুখে ছড়াকাটা, ধাঁধাঁ, বচনইত্যাদি প্রচলিত।